শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরানো হলো পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে, হতে পারেন রাষ্ট্রদূত

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৫, ২১:১২
সরানো হলো পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে, হতে পারেন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব থেকে জসীম উদ্দিনকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার। জসিম উদ্দিনকে রাষ্ট্রদূত করার চিন্তা-ভাবনা চলছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কাল শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হবে।

1

আদেশে বলা হয়, ‘মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জসীম উদ্দিনকে আবারও রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তার জায়গায় রুটিন দায়িত্বে পালনে আসা সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে