বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

শহীদ মিনারে টানা আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

যাযাদি ডেস্ক
  ২৭ মে ২০২৫, ১৫:৪৬
শহীদ মিনারে টানা আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: যায়যায়দিন

পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে টানা ৭ দিন ধরে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এতে আশির অধিক পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য এই আন্দোলনে অংশ নিয়েছেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে অস্থায়ী পদে চাকরি করে যাচ্ছি, যেখানে সরকারি ছুটি থেকে শুরু করে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয় না। এসব অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার দাবি জানান তারা।

এসময় তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকৃতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিলের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

এছাড়াও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে