মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৪:৫৫
আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মনদী ইউনিয়নের দিঘলদী এলাকায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) দিবাগত মধ্য রাতে এ ঘটনাগুলো ঘটে।

ডাকাত দল প্রতিটি বাড়ির গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের লোকজনদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্ম করে স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুটে নিয়ে যায়।

দিঘলদী এলাকার মতিউর রহমান, জুয়েল এবং নুর ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসরউদ্দিন জানান, লোক মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় মামলা নেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে