নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মনদী ইউনিয়নের দিঘলদী এলাকায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) দিবাগত মধ্য রাতে এ ঘটনাগুলো ঘটে।
দিঘলদী এলাকার মতিউর রহমান, জুয়েল এবং নুর ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসরউদ্দিন জানান, লোক মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় মামলা নেওয়া হয়নি।