মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৪:৪৩
বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী সংবাদ সম্মেলন করেন: ছবি যায়যায়দিন

জামালপুরের বকশীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মো. মমিন মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় বকশীগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মীদের উদ্যোগে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঠ সহকারী আ. মমিন মিয়া বলেন, বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয়ে নৈশ প্রহরী হুমায়ুন কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ সম্মেলন করে আমাকে জড়িয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া নিয়ে মিথ্যা ও অপপ্রচার করেছেন।

এতে করে আমার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে পল্লী সঞ্চয় ব্যাংক ও কর্মচারীকে নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা অফিসের নিয়মেই ঋণ দেই এবং আদায় করে থাকি।

কেউ স্ব স্ব এলাকার ভোটার না হলে তাকে ঋণ দেওয়ার সুযোগ নেই। তাই বানোয়াট ও অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে