আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু হতে পারে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির দাবি, মানুষ এখন মৌলিক পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণে’ দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “আগামী নির্বাচনে যাকে জনগণ ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে দিতে হবে।
একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা কখনোই গ্রহণ করবো না।”
তাহের আরও বলেন, “গত ৫ আগস্টের পর দেশের মানুষ যে মৌলিক পরিবর্তনের দাবি তুলেছে, তা ইতিহাসে অভূতপূর্ব।
সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিলেও তা এখনো দৃশ্যমান নয়। ফলে জনগণের মধ্যে শঙ্কা রয়ে গেছে—জুলাইয়ের অর্জন ধরে রাখা যাবে কিনা।”
তিনি দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রবণতা রুখতে জামায়াত কাজ করছে। “বিএনপিসহ তিনটি দল বাদে বাকি সবাই এখন মৌলিক পরিবর্তনের পক্ষে একত্রিত,”—যোগ করেন তিনি।
সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাহের বলেন, “সংবিধান সংশোধনসহ মৌলিক সংস্কার ছাড়া আগামীতে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না।
আমাদের আহ্বান, আসুন পরিবর্তনের প্রশ্নে সবাই এক হই। আর যদি তা না হয়, তাহলে আমরা আবারো আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো জনইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাতে।”