শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

অনুষ্ঠিত হল ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা ব্র্যান্ডটক ৫.০

যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৩০
ছবি: যায়যায়দিন

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর আয়োজনে ২৩শে নভেম্বর শনিবার ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত হয় মার্কেটিং পেশাজীবিদের এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ২৫০ এর বেশি মার্কেটিং ও ব্র্যান্ডিং সেক্টরের পেশাজীবি ও উদ্যোক্তারা অংশগ্রহন করেন।

পঞ্চমবারের মত আয়োজিত এই অনুষ্ঠানের এবছরের থিম/বিষয়বস্তু হল- 'স্টোরিজ অফ রিভাইভাল অ্যান্ড রাইজ' যেখানে শীর্ষস্থানীয় বক্তারা ব্র্যান্ড এবং ব্যবসায়িক কৌশল নিয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে বক্তারা ব্র্যান্ডিং ও ব্যবসার ক্রমবর্ধমান পরিবর্তনের প্রেক্ষাপট আলোচনা করেন। এ আয়োজনে আশরাফ বিন তাজ, কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিইও, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস, গালিব বিন মোহাম্মদ, জিএম কামরুল হাসান, সিইও, আকিজ ইনফোটেক এবং বিপিএল লিমিটেড, মাহাদী ফয়সাল, ডেপুটি ডিরেক্টর, এসিএই লজিস্টিকস লিমিটেড, নাজিম ফারহান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডকম লিমিটেড, সাজ্জাদ হাসিব, চিফ মার্কেটিং অফিসার, গ্রামীণফোন লিমিটেড, শামারুখ ফখরুদ্দিন, ডিরেক্টর, উর্মি গ্রুপ, সুমাইয়া মুতিয়াতুর রাসুল, ম্যানেজিং ডিরেক্টর, সিএমও বাংলাদেশ, সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, সেলস ডিরেক্টর এবং বোর্ড মেম্বার, নেসলে বাংলাদেশ, আশফাকুর রহমান, চিফ বিজনেস অফিসার, একমি ফুডস লিমিটেড, এবং তানভীর সৌরভ, কো -ফাউন্ডার এবং সিইও, সোশিয়ান এআই তাদের নিজেদের বক্তব্যে ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, সাসটেইনেবিলিটি, সিএসআর, এবং রিটেইল মার্কেটিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রাখেন।

মির্জা মুহাম্মদ ইলিয়াস, প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ, বলেন, " ব্র্যান্ডটক ৫.০ শুধু একটি প্রোগ্রাম নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা আমাদের শিল্পের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। আমি আমাদের স্পন্সর, সহযোগী এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

ব্র্যান্ডটক ৫.০-তে সিএমও বাংলাদেশ পাবলিকেশন এর প্রথম সংস্করণ উন্মোচন করা হয়, যা বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকাশনাটি মার্কেটিং পেশাজীবিদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং কার্যকর কৌশল প্রয়োগের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে।

ইয়ামাহার হেড অফ মার্কেটিং হুসেইন মুহাম্মদ অপসান বলেন, "ব্র্যান্ডটক৫.০-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ধরনের ইভেন্ট ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নতুন দৃষ্টিভঙ্গি আনে এবং আমাদের মতো ব্র্যান্ডগুলোর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে।"

সুইসের ক্রিয়েটিভ হেড সুমন হক জানান, "ব্র্যান্ডিং মানে শুধুমাত্র একটি পণ্য প্রচার নয়, এটি একটি দর্শন যা গ্রাহকদের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করে। ব্র্যান্ডটক৫.০-এর মাধ্যমে এই দর্শনকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।"

স্বপ্নের হেড অফ মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, "এই ইভেন্টটি ব্র্যান্ড এবং গ্রাহকের সম্পর্ক আরও মজবুত করার দিকনির্দেশনা দিয়েছে। আমরা আশা করি, এমন ইভেন্ট আমাদের সবার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।"

ব্র্যান্ডটক ৫.০ আয়োজনে দিনব্যাপী আলোচনা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনী ধারণায় পূর্ণ ছিল। জমকালো বুফে ডিনার এবং গুড়ি ব্যাগ বিতরণের মাধ্যমে ইভেন্টটি শেষ হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে