মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ওয়ান ব্যাংকের উদ্যোগে শুদ্ধাচার বিষয়ক অংশীজনের অংশগ্রহণ সভা

যাযাদি ডেস্ক
  ০৬ মে ২০২৫, ১৫:১০
আপডেট  : ০৬ মে ২০২৫, ১৫:২৭
ওয়ান ব্যাংকের উদ্যোগে শুদ্ধাচার বিষয়ক অংশীজনের অংশগ্রহণ সভা
ছবি: যায়যায়দিন

ওয়ান ব্যাংক পিএলসি গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে যশোর শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভা” আয়োজন করে।

উক্ত সভায় ব্যাংকের গ্রাহক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন এবং মতবিনিময় করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের খুলনা জোন প্রধান ও ইভিপি জনাব আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ। সর্বজনাব মোঃ জাহিদুল ইসলাম, ইভিপি ও ইনচার্জ, অপারেশনস ডিভিশন; মোহাম্মদ মাসুদুল হক,

এসভিপি ও হেড অফ ট্রেনিং; এবং কাওসারা সাত্তার, এসএভিপি, মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয় উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং অংশীজনের ভূমিকা ও দায়িত্ব বিষয়ে আলোকপাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে