যাযাদি রিপোর্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে ৩ জুন পর্যন্ত সারাদেশব্যাপী সর্বসাধারণের কাছে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হচ্ছে।
৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাকে পণ্য বিক্রয় হবে।
ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।