সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিলুপ্ত না হয়ে এনবিআর পাচ্ছে ‘স্বতন্ত্র’ বিভাগের মর্যাদা

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, আন্দোলন প্রত্যাহার
যাযাদি রিপোর্ট
  ২৫ মে ২০২৫, ২০:৪৪
আপডেট  : ২৫ মে ২০২৫, ২০:৫০
বিলুপ্ত না হয়ে এনবিআর পাচ্ছে ‘স্বতন্ত্র’ বিভাগের মর্যাদা
সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এনবিআর বিলুপ্তি থেকে পিছু হটেছে সরকার। এনবিআরকে 'স্বতন্ত্র ও বিশেষায়িত' বিভাগের মর্যাদা দেওয়ার কথা বলেছে অর্থ মন্ত্রণালয়।

এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা আন্দোলনের মধ্যে আজ রোববার এ সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।

1

বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

এনবিআর বিলুপ্ত না করার ঘোষণা দিয়ে এ দিন সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দেয় অর্থ মন্ত্রণালয়।

এর কিছু সময় পর সংবাদ বিজ্ঞপ্তি আসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে।

পরিষদ বলছে, ‘অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে, এনবিআর বিলুপ্ত হবে না; বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না।’

আন্দোলনকারীরা বলছেন, ‘সরকারের এ ঘোষণার ফলে আমাদের এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর কাছে প্রমাণিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সোমবার থেকে ঘোষিত কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হলো।’

তবে এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবি না মানায় তার সঙ্গে ‘অসহযোগ কর্মসূচি’ চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গত ১২ মে রাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার।

পরদিন থেকে তা বাতিলের দাবিতে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থাটির কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে