মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

২০২৫ সালের শেষ দিকে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে তামার বাজার 

যাযাদি ডেস্ক
  ২৯ জুন ২০২৫, ১৭:১৯
২০২৫ সালের শেষ দিকে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে তামার বাজার 
ছবি: সংগৃহীত

চীনে নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়ায় দেশটিতে ধাতবপণ্যের চাহিদা কমেছিল। তবে সামনের দিনগুলোয় এ খাতের কার্যক্রম বাড়তে পারে। ফলে এ সময় বিশ্বব্যাপী তামার সরবরাহ সংকটের আশঙ্কা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণেও সরবরাহ সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাপী বাড়তে পারে তামার দাম। এ সময় ধাতবপণ্যটির দাম পৌঁছতে পারে টনপ্রতি ৯ হাজার ৮৯০ ডলারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

যুক্তরাষ্ট্রের কোমেক্স ও যুক্তরাজ্যের এলএমইতে তামার দামের মধ্যে পার্থক্য বেড়ে যাওয়ায় চলতি বছরের এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় চার লাখ কিলোটন বেশি তামা আমদানি করেছে। যদিও বৈশ্বিক বাজারে বর্তমানে তামার সরবরাহ উদ্বৃত্ত রয়েছে। তবে এ অতিরিক্ত আমদানির কারণে যুক্তরাষ্ট্রের বাইরে তামার ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। বিনিয়োগ ব্যাংকটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শিগগিরই বিদেশী তামা আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ফেব্রুয়ারির শেষ দিকে তিনি অভ্যন্তরীণ উৎপাদন পুনর্গঠনে তামা আমদানির ওপর শুল্ক আরোপের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

ইলেকট্রিক গাড়ি, সেমিকন্ডাক্টর, সামরিক সরঞ্জামসহ নানা নির্মাণে তামার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল্ডম্যান স্যাকসের দেয়া পূর্বাভাস অনুযায়ী, আগস্টে তামার দাম সর্বোচ্চ টনপ্রতি ১০ হাজার ৫০ ডলারে পৌঁছবে। এরপর ডিসেম্বর নাগাদ দাম কিছুটা কমে টনপ্রতি ৯ হাজার ৭০০ ডলারে নেমে আসতে পারে।

২০২৬ সালের জন্য ব্যাংকটি তামার টনপ্রতি গড় মূল্যের পূর্বাভাস কিছুটা কমিয়ে ১০ হাজার ডলার নির্ধারণ করেছে, আগে যা ছিল টনপ্রতি ১০ হাজার ১৭০ ডলার। তবে বছরের শেষ দিকে দাম ১০ হাজার ৩৫০ ডলারে পৌঁছতে পারে। মার্কিন বিনিয়োগ ব্যাংকটি বলছে, ২০২৭ সালে বিশ্বব্যাপী তামার গড় দাম হতে পারে টনপ্রতি ১০ হাজার ৭৫০ ডলার। সে সময় মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে বিদ্যুৎ খাতে চাহিদা বৃদ্ধি ও খনি থেকে সীমিত সরবরাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে