চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জুলাই/২৪ গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রথম বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ১ জুলাই সকাল ৮ টার দিকে নাচোল উপজেলা ও পৌর জামায়াতের কার্যালয়ে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে জুলাই/২৪ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।
এসময় উপস্থিত ছিলেন,পৌর নায়েবে আমির ডা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান ও সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন। এছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
জুলাই/২৪ গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।