বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৮৫তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট, জোবরা, ফতেপুর, হাটহাজারী, আল মাদরাসাতুল মাহমুদিয়া হিফজ খানা ও এতিম খানায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব উদ্দিন চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান,কলা অনুষদের সদস্য সচিব ছালামত উল্লাহ সালাম, সদস্য আতিকুর রহমান,ছাত্রদল নেতা মো: ইউসুফ, মো: সোয়াইব, মো: কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মো: তমাল হোসেন, মো: মহসিন, রাশেদ উল্লাহ, মো: শাহজান, আরিফুর রহমান সহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd