শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ক্যাম্পাসের ভেতরের খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ হিসেবে মঙ্গলবার রাতে ‘চাষাভুষার টং’ নামে ভ্রাম্যমাণ দোকান চালু করেছেন শিক্ষার্থীরা।
এ দোকানে চা, রুটি, বিস্কিটসহ হালকা খাবার বিক্রি করা হচ্ছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা সেখান থেকে খাবার কিনছেন।
‘চাষাভুষার টং’ দোকানের উদ্যোক্তারা জানান, আন্দোলন বন্ধে ক্যাম্পাসে খাবারের দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে শিক্ষার্থীদের খাবার পেতে সমস্যা হচ্ছে। আন্দোলনের খবর সংগ্রহে আসা গণমাধ্যমকর্মীরাও সমস্যায় পড়েছেন। তাই প্রতিবাদ হিসেবে ভ্রাম্যমাণ দোকানটি চালু করা হয়েছে।
ক্যাম্পাসে খাবারের দোকান বন্ধের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd