চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে নতুন একটি আলমারি ও ডিজিটাল প্রিন্টার যুক্ত করা হয়েছে। সোমবার (১৭ মে) সকাল ১১টায় এটি উদ্বোধন করেন চবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। এসময় উপস্থিত ছিলেন চবিসাসের সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক তাসনিম হাসান। পরে চবিসাসের ধারাবাহিক আয়োজন ‘গল্পে আড্ডায় সাংবাদিকতাথর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে বক্তব্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এবং চবিসাসের উপদেষ্টা শহীদুল হক বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীদের প্রতিনিধি। তোমরা যদি কখনো আপোষ করো তাহলে সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হবে। আবার তোমরা যদি কারো পক্ষ নিয়ে নিউজ করো তাহলে তোমাদের সততার জায়গা প্রশ্নবিদ্ধ হবে। তাই তোমাদেরকে সর্বোচ্চ সৎ হয়ে দায়িত্ববোধের জায়গা থেকে নিউজ করতে হবে। এসময় সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি৷
'গল্পে-আড্ডায় সাংবাদিকতা'র দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন চবিসাসের সাবেক সভাপতি, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক হুমায়ুন মাসুদ ও চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক তাসনিম হাসান।চবিসাসের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এর সঞ্চালনা ও সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অতিথিরা তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সংবাদের নানা দিক নিয়েও কথা বলেন অতিথিরা৷
অভিজ্ঞতা শেয়ার করে হুমায়ুন মাসুদ বলেন, যেকোনো নিউজ করার সময় মাথায় রাখতে হবে নিউজের পরে কি ঘটতে পারে। যে নিউজ তুমি করেছো তার যথেষ্ট প্রমাণ তোমার কাছে আছে কিনা। এর বাইরে নিউজ করতে গিয়ে হয়তো অনেক সময় হুমকি আসতে পারে। কিন্তু এটা মাথায় রাখবে তুমি যদি তোমার নৈতিক জায়গা থেকে সৎ হও তাহলে কেউই তোমার কিছুই করতে পারবে না।
তাসনীম হাসান বলেন, প্রত্যেকটা সংবাদের ভেতরে সংবাদ থাকে। তোমাদেরকে তা খুঁজে বের করতে হবে। সাংবাদিকতায় প্রতিযোগিতা করবে। সবসময় চেষ্টা করবে একজন আরেকজন থেকে ভালো নিউজ করতে।
এরপর সমিতির নতুন দুইটি অনার বোর্ড উদ্বোধন করেন অতিথিরা৷ এসময় সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি আহমাদ সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমান হাফিজ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইমাম ইমু, নির্বাহী সদস্য মোহাম্মদ আজহার, সদস্যবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সকলে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd