শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ আগস্ট শুরু হচ্ছে চবির ভর্তি পরীক্ষা, জালিয়াতি রোধে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

চবি প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ১৯:২৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট (মঙ্গলবার) থেকে যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সকল ধরনের জালিয়াতি রোধে নেয়া হয়েছে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন প্রক্টর . রবিউল হাসান ভূঁইয়া

প্রক্টর বলেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রায় সাত শতাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ, ্যাব, ডিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট, নিরাপত্তা দফতরের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডির সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবেন

প্রক্টর জানান, মহিলা অভিভাবকদের জন্য চারটি ছাত্রী হলেই বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে, বাড়ানো হয়েছে শাটল ট্টেনের শিডিউল মেডিকেল টিম এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে

ক্যাম্পাসের ভেতর অস্থায়ী খাবারের দোকান বসানো পোস্টারিং নিষিদ্ধ করা হয়েছে এবারও ক্যাম্পাসে গাড়ি ভাড়া হোটেলগুলোতে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে কঠোর থাকবে প্রশাসন অতিরিক্ত টাকা আদায় করা হলে সরাসরি প্রক্টর অফিসে অভিযোগ জানাতেও বলা হয়েছে শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রতিটি জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে, যাতে ভর্তিচ্ছুরা কোনরকম সমস্যায় না পড়েন

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট দুই উপ-ইউনিটে হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন লাখ ৪৩ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ২৯ জন শিক্ষার্থী

কোন ইউনিটে কতজন পরীক্ষা দিবেন:

এথ ইউনিটে সকাল বিকাল দুই শিফটে ২৭ হাজার ৫৩ জন করে পরীক্ষা দিবেন মোট ৫৪ হাজার ১০৬ জন, 'বি' ইউনিটে সকাল শিফটে ১৭ হাজার ৮৯০ জন বিকাল শিফটে ১৭ হাজার ৮৮৯ জন করে মোট ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সিথ ইউনিটে সকাল শিফটে ১১ হাজার ৬০ জন, সমন্বিত 'ডি' ইউনিটে সকাল বিকাল দুই শিফটে ১৯ হাজার ৬৯৬ জন করে মোট ৩৯ হাজার ৩৯২ জন পরীক্ষা দিবেন এছাড়া উপ-ইউনিট দুটির মধ্যে 'বি ' ইউনিটে পরীক্ষা দিবেন হাজার ৫৭৯ জন 'ডি ' ইউনিটে হাজার ৮১১ জন পরীক্ষা দিবেন

ভর্তি পরীক্ষার সময়সূচি:

১৬ আগস্ট দুই শিফটেএথ ইউনিট, ১৯ আগস্টসিথ ইউনিট, ২০ আগস্টবিথ ইউনিট, ২২ আগস্টডিথ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিটবি-১থ একই দিন বিকেলেডি-১থ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে

প্রবেশপত্র উত্তোলনের শেষ সময়:

টি ইউনিট এবং উপ-ইউনিটে ভর্তিচ্ছুরা পরীক্ষা শুরুর ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন তবে প্রবেশপত্র উত্তোলন করতে অসুবিধা হলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে উত্তোলন করতে পারবেন ভর্তিচ্ছুরা

শিফট অনুযায়ী পরীক্ষা শুরু শেষ:

এবারে ভর্তি পরীক্ষায় , বি ডি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে প্রতিটি ইউনিটের ভর্তিচ্ছুরা সকালের শিফটের পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে, ওএমআর ফরম বিতরণ হবে ১০টা ১৫ মিনিটে, প্রশ্নপত্র প্রদান করা হবে সকাল ১১টায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর :১৫ মিনিটের মধ্যে, ওএমআর ফরম বিতরন হবে ২টা ৪৫ মিনিটে, প্রশ্নপত্র প্রদান করা হবে ৩টা ৩০ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে বিকাল ৪টা ৩০ মিনিটে তবে 'ডি ' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর ১টা ৪৫ মিনিটে, ওএমআর বিতরণ করা হবে ২টা ১৫ মিনিটে, প্রশ্নপত্র প্রদান করা হবে ৩টায় এবং পরীক্ষা শেষ হবে বিকাল ৪টায়

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে