শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে জাবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

জাবি প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩০

তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উত্থাপিত দাবি তিনটি হলো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের নিবর্তনমূলক দুটি ধারা রহিত এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার জন্য উপযুক্ত পরিবেশ বাস্তবায়ন জরুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাংবাদিকের প্রতি হেনস্তামূলক আচরণই প্রমাণ দেয় এই ক্যাম্পাসে সাংবাদিকদের কাজের উপযুক্ত পরিবেশ নেই। অবিলম্বে ক্যাম্পাস সাংবাদিকদের স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করার পর থেকে সাংবাদিকদের ওপর এর অপপ্রয়োগ শুরু হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সমাজের যেকোন প্ল্যাটফর্মে ক্ষমতার বিপরীতে কথা বললে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। সরকার সমালোচনায় ভীত হয়ে একটি ভয়ের পরিবেশ তৈরির জন্যই আইনটি করেছিলো এবং দেশে এখন সেই পরিবেশই তৈরি হয়েছে। ক্যাম্পাসে সাংবাদিকেরা প্রশ্ন করলে সাংবাদিকতা শেখাতে চাওয়ার মানসিকতা দেখানো হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে