বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
walton

ইবি থিয়েটারের পথ নাটক মঞ্চস্থ

ইবি প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১৯:০২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একমাত্র নাট্যসংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’ (বিথি) এর উদ্যোগে পথ নাটক মঞ্চস্থ হয়েছে। এতে নাট্যকার সলিল চৌধুরী রচিত 'অরুণোদয়ের পথে' নামক নাটক মঞ্চায়ন হয়।

রোববার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে নবীন বৈজয়ন্তী উৎসব উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম পিয়াসের নির্দেশনায় নাটকে অফিসারের ভুমিকায় অভিনয় করেন আবির, ১ম ও ২য় কনস্টেবল পদে অভিনয় করেন হাসেম ও মাহবুব। নাটকে বাউল চরিত্রে ছিলেন পিয়াস।

এসময় থিয়েটারে সভাপতি আব্দুল মোমেন নাহিদ ও সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করেন।

ব্রিটিশ লেখক লেডি গ্রিগোরির 'এ্যাট দ্যা রাইজিং অফ দ্যা মুনের' বিটিশ বিরোধী আন্দোলনের পেক্ষাপটে লেখা নাটক। যেখানে জেল পলাতক আসামী বাউলের ছদ্মবেশে পালানোর চেষ্টা করছে। তখন তাকে ধরে ফেলেছে অফিসার, ছদ্মবেশী বাউল অফিসার কে তর্কে পরাভূত করে সেখান থেকে বেরিয়ে যায়।

এছাড়াও নাটকটিতে ফুটে উঠে সমাজের যারা বিপ্লবী দেশের কিছু মানুষ সবসময় তাদের পক্ষে থাকে। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে