শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বেরোবিতে জুনিয়র শিক্ষককে হল প্রভোস্ট করায় সহকারী প্রভোস্টের পদত্যাগ

বেরোবি প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৩, ২০:৩৮
বেরোবিতে জুনিয়র শিক্ষককে হল প্রভোস্ট করায় সহকারী প্রভোস্টের পদত্যাগ
বেরোবিতে জুনিয়র শিক্ষককে হল প্রভোস্ট করায় সহকারী প্রভোস্টের পদত্যাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মুখতার ইলাহি হলে জুনিয়র শিক্ষক শাহিনুর রহমানকে প্রভোস্টের দায়িত্ব দেয়ায় সহকারী প্রভোস্ট ড. আপেল মাহমুদের পদত্যাগ।

আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে একাউন্টটিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ রেজিস্টার দপ্তরে পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।

ড. আপেল মাহমুদ পদত্যাগ পত্রে উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহি হলে নতুন প্রভোস্টের দায়িত্বে একাউন্টটিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মো: শাহীনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আমার বিভাগ ও বিশ্ববিদ্যালয় চাকুরিকাল গণনা ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধি অনুযায়ী তার থেকে আমি অগ্রজ। আমি আমার একজন অনুজ সহকর্মীর অধীনে এই প্রশাসনিক দায়িত্ব পালন করতে ইচ্ছুক না থাকায় সহকারী প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে