শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নলডাঙ্গায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নাছমুস সায়দাত বাবু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ১৯ মে ২০২৩, ১৪:৪৩

জাতীয় শিক্ষা সস্তাহে নাটোরের নলডাঙ্গা উপজেলার কলেজ পর্যায়ে শহীদ নজমুল হক সরকারী কলেজের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে প্রভাষক নাছমুস সায়দাত বাবু নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সমাপনি দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বাছাই কমিটি প্রভাষক নাছমুস সায়দাত বাবু কে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। তিনি গত বছরও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।দ্বিতীয়বারের মত নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক প্রভাষক নাসমুছ সায়দাত বাবু নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।এবার জাতীয় শিক্ষা সপ্তাহে নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।প্রভাষক নাজমুস সায়দাত বাবু কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ হতে স্নাতক ও স্নাতোকত্তর শেষে দীর্ঘ ১৯ বছর নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ইংরেজি বিভাগে নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন।তিনি শিক্ষকতার পাশাপাশি মুক্তিযুদ্ধ গবেষণা অব্যহত রেখেছেন।তিনি নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের আলহাজ্ব জালাল উদ্দিনের ছেলে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে