শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন অমিদুর রহমান

মন্তোষ চক্রবর্তী
  ২৯ মে ২০২৩, ১৪:০৮

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩- প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিদুর রহমান(অমিদ) তিনি গুলশান থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত।

সম্প্রতি তাকে শ্রেষ্ঠ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করেছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ঢাকা মহানগরের প্রতিযোগিতা আয়োজক কমিটি।

জানা গেছে,গত শনিবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ঢাকা মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনই শ্রেষ্ঠদের নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছে আয়োজক কমিটি। পরে বিজয়ীদের সনদ বিতরণ করা হয়।

এদিকে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ায় পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এছাড়াও মোহাম্মদ নূরে আলম ছিদ্দিকী প্রধান শিক্ষক টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, মহাখালী, ঢাকা।তার পেইজ বুক পোস্টে লিখেছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ ঢাকা মহানগরী পর্যায়ে "শ্রেষ্ঠ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার" নির্বাচিত হয়েছেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অমিদুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খৃ. উপলক্ষে শ্রেষ্ঠ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি জানান কাজের সঠিক মূল্যায়ন এবং সুষ্ঠু বিচার হওয়ায় এ স্বীকৃতি পেয়েছেন।

ইতোমধ্যে গুলশান থানা মাধ্যমিক অফিসার হিসেবে শিক্ষাবান্ধব মনোবৃত্তি,শিক্ষক সহায়ক কর্তা ব্যক্তি, প্রতিষ্ঠান প্রধানদের সাথে নিবিড় যোগাযোগ এর মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। তাঁর কর্মসাধনার স্বীকৃতি তিনি পেয়েছেন, এটা তাঁরই প্রাপ্য। গুলশান শিক্ষা থানার সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি সহ সুস্বাস্থ্য কামনা করা হয়।

উল্লেখ ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অমিদুর রহমান (অমিদ) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কৃতি সন্তান তাঁর মিত ভাষ্য, স্মিত হাস্যতার জন্যে সর্ব মহলে প্রশংসিত।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে