এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ফর সাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন (এপিএফনেট) স্কশারশিপ পেয়েছেন খুবির দুই শিক্ষার্থী। ওই দুই শিক্ষার্থীর নাম তানজিরুল ইসলাম এবং তাইয়িবা তাবাসসুম আন্নি। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, তারা স্কলারশিপ পেয়েছেন চীনের নর্থওয়েস্ট ফরেস্ট এন্ড এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এটি একটি ফুল ফান্ডেড (এয়ার টিকেটসহ) স্কলারশিপ। এর মাধ্যমে তারা ২০২৩-২৪ সেশনে ফরেস্ট ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করবেন, যার ক্লাস শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।
অনুভূতি প্রকাশ করে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন , কৃতজ্ঞতা খুলনা বিশ্ববিদ্যালয়, প্রানপ্রিয় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের সকল শিক্ষকবৃন্দের প্রতি। কৃতজ্ঞতা আমাদের পথপ্রদর্শক এবং থিসিস সুপারভাইজার, সহকারী অধ্যাপক জনাব আশফিকুর রহমান স্যারের প্রতি, যার নির্দেশনার ফলে আমরা এমন একটি মর্যাদাপূর্ণ স্কলারসিপ পেতে সক্ষম হয়েছি। আশাকরি উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবো। সকলের কাছে আমাদের জন্য দোয়া এবং শুভকামনা প্রার্থনা করছি।
যাযাদি/ এস