শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাবিতে "বাংলাদেশে ই-গভর্ন্যান্সের যাত্রা ও বর্তমান অবস্থা" শীর্ষক ওয়ার্কশপ

জাবি প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০
জাবিতে
জাবিতে "বাংলাদেশে ই-গভর্ন্যান্সের যাত্রা ও বর্তমান অবস্থা" শীর্ষক ওয়ার্কশপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) "বাংলাদেশে ই-গভর্ন্যান্সের যাত্রা ও বর্তমান অবস্থা" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের কনফারেন্স কক্ষে অর্ধ-শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর ও উইকেন্ড মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের 'ই-গভর্ন্যান্স' শীর্ষক কোর্সের অংশ হিসেবে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়ার্কশপে বাংলাদেশের ডিজিটাল জার্নি, ই-গভর্ন্যান্সের যাত্রা ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এটুআই (a2i) এর প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ ভূইয়া।

তিনি বলেন, 'কোন একক গোষ্ঠীর দ্বারা এদেশের উন্নয়ন সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই উন্নয়ন আসে। তাই পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টরেও গুরুত্ব প্রদান করতে হবে।'

তথ্য প্রযুক্তির বিশ্বে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'সাঁতার না জানা ব্যক্তিকে হাত-পাঁ বেঁধে পানিতে ফেলে দিলে জীবনের ঝুঁকি রয়েছে। তেমনি দক্ষ জনবল ছাড়া প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকা যায় না৷ তাই দেশের উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়ন করতে হবে৷ সরকার এ লক্ষ্যে কাজ করছে। আমাদেরকেও নিজেদের দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে।'

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রবর্তন ও গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'আইসিটির উন্নতির ফলে বিভিন্ন সংকট সৃষ্টি হতে লাগলো৷ বিভিন্ন ফেইক তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। সেজন্য প্রয়োজনীয়তা দেখা দিলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রবর্তনের। এর মাধ্যমে এসব ফেইক তথ্য প্রচারণা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে।'

তিনি আরও বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছুকে প্রতিস্থাপন করবে। এর ফলে বিভিন্ন কাজের ক্ষেত্র কমে আসছে। তাই রোবটকে পরিচালনা ও নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন করতে হবে৷ আধুনিক বিশ্বে টিকে থাকার জন্য দক্ষতা থাকা আবশ্যক।'

স্মার্ট বাংলাদেশ সম্পর্কে তিনি আরও বলেন, 'স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজব্যবস্থা। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে নাগরিকদের বুদ্ধিদীপ্ত, দক্ষ ও সৃজনশীল হতে হবে। তাছাড়া অর্থনীতি হতে হবে গবেষণা ও উদ্ভাবন নির্ভর এবং জ্ঞানভিত্তিক৷ পাশাপাশি সরকারকে হতে হবে নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এ লক্ষ্যে বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।'

ওয়ার্কশপের মডারেটর সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীদের কোর্সের অংশ হিসেবে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ই-গভর্ন্যান্স সম্পর্কে সম্যক ধারণা পেয়েছে বলে বিশ্বাস রাখি।

ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, 'গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে এ ধরনের ওয়ার্কশপ খুবই ফলপ্রসূ হয়। বইয়ের পড়াশোনা থেকে ওয়ার্কশপে যেকোনো বিষয় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ আজকের ওয়ার্কশপে নতুন অনেক কিছুই শিখেছি। ভবিষ্যতেও এ ধরনের ওয়ার্কশপ আয়োজন করলে শিক্ষার্থীরা জ্ঞানসমৃদ্ধ হবে বলে বিশ্বাস রাখি।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে