সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক ইউনাইটেড পিপল গ্লোবাল এবং আমেরিকার হারিকেন আইল্যান্ড সেন্টার ফর সাইন্স এ্যন্ড লিডারশীপের যৌথ উদ্যোগে 'ইউপিজি সাস্টেইন্যাবিলিটি লিডারশীপ প্রোগ্রামে' অংশ নিতে আমেরিকায় যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান মাসরুর। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপি ফুল ফান্ডেড লিডারশীপ প্রোগ্রামটিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী বিদেশ যাচ্ছে, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন সুনামের এবং দেশের জন্যও সুনাম বয়ে আনবে। শুনেছি সে দেশের মধ্যে একাই যাচ্ছে সেখানে।’ এ ছাড়া তিনি বলেন, ‘শিক্ষার্থীরা সহ-শিক্ষাকার্যক্রমে ভালো করছে তা জেনে খুশি হয়েছি। হাবিব মাসরুরকে দেখে অন্যরা অনুপ্রেরণা পাবে।’
এ বিষয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুর রহমান বলেন, ‘হাবিব মাসরুর গ্লোবালি দেশের প্রতিনিধিত্ব করা সুযোগ পাচ্ছে। সে তার মেধা, যোগ্যতা কাজে লাগিয়ে সে আন্তজার্তিক একটি প্রোগ্রামে যাচ্ছে। বিভাগ থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করেছি। আশা করি সে ভবিষ্যতে ভালো করবে।’
এ বিষয়ে হাবিবুর রহমান মাসরুর বলেন, "আমার ভিসা হয়েছে, এবং বাংলাদেশ থেকে আমি একমাত্র এই প্রোগ্রামে যাচ্ছি। ভিসাসহ সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশে আমেরিকার দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আমাকে নানাভাবে সহযোগিতা করার জন্য। "
উল্লেখ্য, ২০২৩ সালে এ প্রোগ্রামের জন্য সারা বিশ্ব থেকে সাড়ে সাত হাজার আবেদনকারীর মধ্যে এক হাজার জনকে নিয়ে অনলাইনে দশ সপ্তাহ ট্রেনিং শেষে ৫০০ জনকে সার্টিফাইড লিডার ঘোষণা করা হয় এবং সেরা ৬০ জনকে আমেরিকায় এক সপ্তাহের লিডারশীপ প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়।
এছাড়া মাসরুর জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা কার্যক্রম ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩’ পেয়েছেন এবং শাবিপ্রবি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে গত ২১ সেপ্টেম্বর পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নারের পক্ষ থেকে চীনের ইউনান প্রদেশে আয়োজিত যুব ক্যাম্পে অংশ নিয়েছেন ওই বিভাগের ২ শিক্ষার্থী। এরা হলেন, শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের মো. আবু তাহের সাকিব ও একই বিভাগের চতুর্থ বর্ষের মো. মনসুর আলম নিরব।
যাযাদি/ এম