শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭
আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলভবনের প্রধান ফটক থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ, নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।

মিছিলে আরো উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম-সম্পাদক শাহবাজ ইশতিয়াক পূরান, দফতর সম্পাদক মো: সাকিব বিশ্বাস, জসীমউদ্দিন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক মকবুল হোসেন, সমাজসেবা সম্পাদক আনোয়ার সাকিব, কর্মী সিফাত, সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্ম-সম্পাদক তারেক নূর, সমাজসেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াছিন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খাঁ, যুগ্ম-সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক আবূ জ্বার গিফারী মাহফুজ, কর্মী হাসিবুর রহমান আসিফ, কর্মী মো: জিন্নাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদলের যুগ্ম-সম্পাদক উবাইদুল্লা রিদওয়ান, কর্মী রাফসান জানি মিঠু, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার, কর্মী শাহাদাত মিঞা, স্যার এ এফ রহমান হলের সহ-প্রচার সম্পাদক মুন্না, কর্মী ফারহান।

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতা আহত হয়। আহতদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৪-১৫ জন নেতাকর্মী মোটরসাইকেলে এসে ‘এখানে কী করিস তোরা’ বলেই তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের কয়েকজন এ এফ রহমান হলের জার্সি পরিহিত ছিল। তবে কাউকে চিনতে পারেননি তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে