শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাবিতে নাটক "এ ভেরি পলিটিকাল মার্ডার মিস্ট্রি" ও "শাস্তি" মঞ্চায়িত

জাবি প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১
জাবিতে নাটক
জাবিতে নাটক "এ ভেরি পলিটিকাল মার্ডার মিস্ট্রি" ও "শাস্তি" মঞ্চায়িত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফ্রান্সকে ঘিরে গড়ে মৌলিক নাটক 'এ ভেরি পলিটিকাল মার্ডার মিস্ট্রি' এবং রবীন্দ্রনাথের ছোটগল্প 'শাস্তি' অবলম্বনে নাটক "শাস্তি" মঞ্চায়িত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) এর পরিবেশনায় এ নাটক মঞ্চায়িত হয়।

"এ ভেরি পলিটিকাল মার্ডার মিস্ট্রি" নাটকটি উনিশ শতাব্দির ফ্রান্সকে ঘিরে গড়ে ওঠা। এ নাটকটি ছিল একটি মৌলিক নাটক। মার্ক্সিস্ট চিন্তাচেতনায় উজ্জীবিত একটা সমাজেও কিভাবে নিম্ন শ্রেণির মানুষরা নিগৃহীত ও অত্যাচারের শিকার হচ্ছে তা ফুটে উঠে এ নাটকে। জীবনের কঠিন বাস্তবতার নানা বাঁকে কিভাবে একদল তরুণ একটি খুনের সাথে জড়িয়ে যায়, তারই অসাধারণ গল্প উঠে আসে নাটকটিতে।

নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী সাইয়েদা মেহের আফরোজ শাঁওলি (দপ্তর সম্পাদক)। এছাড়া অন্যান্য চরিত্রে নাটকে অংশগ্রহণ করেছেন তপু, মেহরাব সিফাত, আদিবা, সুহি, ইমরান, আরিয়ান, সৈকত ও প্রাপ্তি। আবহ সংগীতে ছিলেন ইমন, নাঈম ও মেঘ।

দ্বিতীয় নাটকটি ছিল রবীন্দ্রনাথের ছোটগল্প 'শাস্তি' অবলম্বনে নাটক "শাস্তি"। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী অমিত বিশ্বাস বাপি।

একটি গ্রাম্য পরিবারের ছোট ঝগড়া থেকে একটি খুনের আবির্ভাব এবং সেখান থেকে কিভাবে খুনের দায় গিয়ে পড়ে বাড়ির ছোট বউয়ের উপর ও এর পেছনে সামাজিক ও পারিপার্শ্বিক প্রভাবের একটি অসাধারণ চিত্র তুলে আনেন নির্দেশক এই নাটকের মাধ্যমে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, তপু, সুমাইয়া, ইমরান, আদিবা, সুহি, ইমন, আরিয়ান, মুজিব, সুদিপ্ত, সৈকত। সংগীতে ছিলেন অমিত ও নাঈম।

পরিবেশনার ব্যাপারে থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ বলেন, এতো আড়ম্বরপূর্ণ অবস্থায় হোম প্রোডাকশন আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর থিয়েটার একটি ইতিহাস স্থাপন করেছে। সংস্কৃতি চর্চার এ ধারা অব্যাহত থাকুক এই বিশ্ববিদ্যালয়ে এবং সর্বোপরি সমগ্র দেশে এটাই আমাদের চাওয়া।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে