সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড.হারুন

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৩, ০৯:১৫

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগদান করেন ড. হারুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর নতুন রেজিস্ট্রারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

নবনিযুক্ত রেজিস্ট্রার যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

যোগদানের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের উপস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নব-নিযুক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন প্রসঙ্গের গুরুত্বারোপ করে রেজিস্ট্রার মহোদয় উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। নব-নিযুক্ত রেজিস্ট্রার মহোদয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন।

এ সময় নবনিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং নতুন এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য ড. হারুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৮ বছর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৯৩ সালে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি, ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হতে স্নাতক (সম্মান) ও ২০০০ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চাকরিরত অবস্থায় তিনি ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স থেকে ‘প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বেশ কিছু গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় তিনি রোভার স্কাউট, রোটার্যাক্ট ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির পাস্ট প্রেসিডেন্ট এবং বর্তমানে রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮১ এর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে