সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মাভাবিপ্রবিতে গবেষণায় তথ্য সেবা ও ই-সার্ভিস অবহিতকরণ সেমিনার

ইশতিয়াক আহমেদ, মাভাবিপ্রবি
  ২৭ নভেম্বর ২০২৩, ১৭:২৬

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ নভেম্বর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যান্সডকের মহাপরিচালক অতিরিক্ত সচিব মীর জহুরুল ইসলামের পক্ষে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (অতিঃ দায়িত্ব) মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট ও অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে