শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চবিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

চবি প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৭
চবিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত
চবিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে( চবি) গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথের সভাপতিত্বে শহীদ সোহরাওয়ার্দীর নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তাঁরা।

১৯৬৩ সালের এইদিনে লেবাননের রাজধানী বৈরুতে মারা যান তিনি। উপমহাদেশে রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। এ উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন তিনি।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্ম ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। তিনি কলকাতা হাইকোর্টের খ্যাতনামা বিচারক স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান। শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

সোহরাওয়ার্দীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্যে ড. শিপক কৃষ্ণ দেব নাথ বলেন, আজকের এইদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মহান মানুষকে। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছে। সুষ্ঠু আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. মোরশেদুল আলম, ড. মো. আবুল বাশার, রবিউল আলম,সহকারী রেজিস্ট্রার মো. মনির আহমদ, সেকশন অফিসার আবু বক্করসহ হলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে