নতুন কমিটি গঠনের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সভার কার্যক্রম শুরু হয়।
এতে সভপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
শাবি শাখা ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশীদের উদ্দেশে সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের কর্মীদেরকে নেতিবাচক উপাদানগুলো পরিহার করতে হবে। এই উপাদানগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাতে সেটি হয় সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা।’ একইসঙ্গে শিগগিরই শাবি শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হবে বলে বার্তা দিয়েছেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান ও কাজল দাশ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।
প্রসঙ্গত, শাবি শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৩ সালে। এরপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নতুন কমিটি হয়নি। তবে গতমাসে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশী নেতাদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে।
১১১ জন পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ ও ২০১৯ সালে কর্মীসভার আয়োজন করেছিল ছাত্রলীগ।