বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বিআরইউডিএফের আন্তঃহাউজ ফাইনাল ও ইফতার মাহফিল 

বেরোবি প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ১১:২৪
বিআরইউডিএফের আন্তঃহাউজ ফাইনাল ও ইফতার মাহফিল 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পাবলিক স্পিকিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ই মার্চ) বিকেল সাড়ে ৩টায় কবি হেয়াত মামুদ ভবনের বাংলা বিভাগের গ্যালারি রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক ও বিআরইউডিএফের মডারেটর নিয়াজ মাখদুম,বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন্স আজারুল ইসলাম দুলাল ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক সৈয়দ আরিফুল ইসলাম।

অতিথির বক্তব্যে নিয়াজ মাখদুম বলেন, আমাদের বেশি বেশি বই পড়তে হবে। এতে আমাদের জ্ঞানের দ্বার উন্মোচিত হবে। বিতর্ক চর্চা চালিয়ে যেতে হবে। পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতি ভুল্র গেলে চলবে না।

লায়ন্স আজাররুল ইসলাম দুলাল বলেন, বেরোবিতে বিআরইউডিএফ যুক্তির আলো ছড়াচ্ছে। বর্তমান সময়ে বিতর্ক শেয়ার জন্য এই ধরনের প্লাটফর্ম দরকার৷ যেখানে ৬৪ জেলার বিতার্কিক আছে এবং তারা যুক্তি চর্চা করছে।

উল্লেখ্য, নারীর দিবস উপলক্ষে গত ৮ই মার্চ শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতা জয় লাভ করে দল অম্পূরিয়া এবং রানার্স আপ হয়েছে দল ফাল্গুনী।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে