যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো: আলম হোসেন।
বুধবার (২০ মার্চ) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন কে ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান থেকে অব্যাহতি দিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: আলম হোসেন কে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হলো।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ড. মোঃ আলম হোসেন ফলিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
যাযাদি/ এম