বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বাউবিতে গণহত্যা দিবসে শহিদদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

গাজীপুর প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ২০:৩২
বাউবিতে গণহত্যা দিবসে শহিদদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন
বাউবিতে গণহত্যা দিবসে শহিদদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এ সোমবার গণহত্যা দিবসে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন সন্ধ্যায় বাউবি'র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে ২৫ মার্চ গণহত্যা দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মোমবাতি হাতে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য চত্বরে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

1

এসময় উপ—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ শহীদুর রহমানসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মসূচিতে অংশ নেন। বাউবির সকল আঞ্চলিক ও উপ—আঞ্চলিক কেন্দ্রেও একইরূপ কর্মসূচি পালন করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে