রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য মনোনীত হলেন ২ জন সংসদ সদস্য

পবিপ্রবি প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ১৯:১৩
ছবি যাযাদি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে সংসদ নেতা কর্তৃক ০২ (দুই) জন সংসদ সদস্যকে ০৩ (তিন) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মসচিব মোঃ পারভেজ হাসান বিপিএএ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উক্ত মনোনয়ন কৃত সংসদ সদস্যরা হলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম. শাহজাদা এবং বরিশাল-৬ আসনের সাংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক।

উল্লেখ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮ (১) (ঘ) ও ১৮ (৪) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সংসদ নেতা কর্তৃক উক্ত সংসদ সদস্যকে ০৩ (তিন) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে