বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবক নিহত

যাযাদি ডেস্ক
  ১৬ জুলাই ২০২৪, ১৭:৫৮
ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবক নিহত
সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা কলেজের সামনের সড়কে সংঘর্সের সময় এক যুবক নিহত হয়েছেন। বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নামপরিচয় পাওয়া যায়নি।

1
শরিফ ও আকাশ মামুন নামের দুই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

শরিফ ও আকাশ মামুন আরও জানান, নিহত যুবক মোটরসাইকেলে ছিলেন। তার পেছনে আরেকজন ছিলেন। তাকে সেখানে মারধর করা হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫। তার পরনে কালো জিন্স ও হালকা পেস্ট রঙের গেঞ্জি আছে। বিষয়টি জানিয়েছেন ঢামেকে দায়িত্বরত ইনসপেক্টর বাচ্চু মিয়া।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। অনিক ও নাসিম নামের ওই দুই শিক্ষার্থী এসে বলেছেন তারা গুলিবিদ্ধ। তাদের পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে