গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
একই সঙ্গে ছাত্রদের বুধবার বিকেল ৫ টার মধ্যে এবং বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কত্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রেরিত স্মারক পত্রের (স্মারক নং-৩৭.০১.০০০০.০৩১৯১.০০৪.২১.৩১৭) পরিপ্রেক্ষিতে বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪র্থ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যাযাদি/ এস