বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে বাকৃবি ভিসিকে আল্টিমেটাম

বাকৃবি প্রতিনিধি
  ১৭ জুলাই ২০২৪, ১৭:৫৭
হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে বাকৃবি ভিসিকে আল্টিমেটাম
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। এসময় বিকেলে ৫ টার মধ্যে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করতে বলে শিক্ষার্থীরা ভিসিকে আল্টিমেটাম দেই। ৫ টার মধ্যে না মানলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ৩ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করে। হল বন্ধের নোটিশ কেনো? জাবাব চাই, নোটিশ প্রত্যাহার করতে হবে, ধিক্কার ধিক্কার, ভিসি তোমায় ধিক্কার স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ এসময় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

1

এর আগে দুপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্ছে বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর রেজিস্ট্রারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনে যায়। সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে আমরা করবো, তাছাড়া নয়। বিকেল ৫ টার মধ্যে নোটিশটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন চলবে। শিক্ষার্থীদের উপর চাপ দিলে কেউ ছেড়ে কথা বলবে না।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে