বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় সর্বস্তরের ছাত্র জনতাকে নির্বিচারে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড.মোঃ এরফান আলী খোন্দকার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়,কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত অবর্ণনীয় নির্যাতন গুম ও হত্যার স্বীকার হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হচ্ছে। সংকটের যথাবিহিত সমাধান না করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে "ব্লক রেইড" দিয়ে শিক্ষার্থীদের অন্যায়ভাবে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। একই সাথে নির্মমভাবে চলছে আবাসিক এলাকায় নির্বিচারে গুলিতে কোমলমতি শিশু ও সাধারণ মানুষকে হত্যা। শিক্ষক হিসেবে আমরা এই বর্বরতার কঠোরতর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধের জোর দাবি জানাচ্ছি।
সম্প্রতি আমরা আরো দেখেছি যে, যথাযথ অভিযোগ ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এমনকি পেশাজীবী নেতাকর্মীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন স্তরের নেতা কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একদিকে হতাহতদের জন্য মিথ্যে মায়া- কান্না করা হচ্ছে অন্যদিকে আন্দোলনকারীদের জুলুম নির্যাতন করে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ঢালাওভাবে এই গণগ্রেপ্তার সহ স্বৈরাচারী কর্মকান্ডে বর্তমান সংকট আরো জটিলতর হবে বলে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, হাবিপ্রবি মনে করে।
চলমান ছাত্র আন্দোলনের ৯ দফার অতিদ্রুত বাস্তবায়ন, পুলিশি নির্যাতন, গণগ্রেফতার, সব ধরনের নির্যাতন, নিপীড়নসহ, সকল হত্যাকান্ডের আর্ন্তজাতিক পর্যবেক্ষনের মাধ্যমে বিভাগীয় তদন্ত কমিটির গঠন করে সুষ্ঠুবিচার দাবি করছি। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দলীয় গোষ্ঠীর সীমাহীন দুর্নীতি- লুটপাট ও বৈষম্য এবং জবাবদিহিতা বিহীন স্বৈরতান্ত্রিক শাসনের ফলেই দেশ আজ কঠিন বিপর্যস্থ পর্যায়ে উপনীত হয়েছে। উল্লেখ্য নির্যাতন নিপীড়ন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আমরা নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সকল জনগণের দ্রুত আরোগ্য কামনা করছি ও অবিলম্বে সকল গ্রেফতাকৃত সকল ছাত্র-ছাত্রীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড.মোঃ এরফান আলী খোন্দকার বলেন,দেশব্যাপী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে খুন,গুম এবং গ্রেপ্তার হচ্ছে তা মেনে নেওয়ার মতো না।আমরা বিবেকের তাগিদে এমন ঘটনার নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। সেই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করছি।
এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এম জাহাঙ্গীর কবির বলেন,আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করতে চাই। জুলাই মাসে ছাত্র-শিক্ষক, শিশু এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নিরপেক্ষ ভাবে এর সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার কার্যকর করতে হবে। এবং তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই বিচার কার্য যতদিন সুষ্ঠুভাবে সম্পন্ন না হবে ততদিন দেশে শান্তি ফিরে আসবে না।সেইসাথে তিনি রাজনৈতিক,অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ দেখতে চান।
যাযাদি/ এম