জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনির্দিষ্ট কালের জন্য সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবির সমন্বয়কেরা।
সোমবার (১২ জুলাই) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র রাজনীতি বন্ধের পাশাপাশি শিক্ষক রাজনীতি, কর্মকর্তা–কর্মচারী রাজনীতিও নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পরবর্তীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনার ভিত্তিতে ছাত্ররাজনীতি চালু হবে কিনা তা ছাত্ররাই সিদ্ধান্ত নিবে বলে জানান সমন্বয়কেরা।
জাবির সমন্বয়ক আরিফ সোহেল বলেন, বিভিন্ন হলে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে কমিটি দেওয়া হয়েছে তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই। এখন বিভিন্ন হলে রুম ভাঙা হচ্ছে, দখল করা হচ্ছে এগুলোকে আমরা প্রতিহত করার জন্য ছাত্রদের আহ্বান করছি। যেকোনো ধরনের অস্থিরতাকে রুখে দিতে যাতে আমরা দ্রুত সংগঠিত হতে পারি তাই আমরা আমাদের এই প্লাটফর্মকে বিলুপ্ত করছি না। তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের দোসর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং অনতিবিলম্বে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি করেন।
ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, “ ছাত্রলীগকে আমরা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি তুলব। তারা একটি সন্ত্রাসী সংগঠন। পরিস্থিতি বিবেচনায় অন্যান্য ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগরে রাজনীতির সুযোগ পেলেও ছাত্রলীগকে কোন ভাবে সেই রাজনীতির সুযোগ দেওয়া হবে না।”
গত ১৫ জুলাই জাবিতে রাতের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে সমন্বয়ক টিম একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে। যারা এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হবে বলে জানান তারা।
যাযাদি/ এম