মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

ইবি থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি
  ২৪ আগস্ট ২০২৪, ২২:৫৭
ছবি-যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা আন্দোলন চলাকালীন যেসকল শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

শনিবার (২৪ আগস্ট) রাত সোয়া নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা 'আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না', 'নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না', 'বসন্তের কোকিলেরা সাবধান'সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে উপস্থিত হয়।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী পারভেজ বিশ্বাস বলেন, ‘আন্দোলনের সময় যে সকল শিক্ষকরা আমাদের বন্ধুদের জেল থেকে ছাড়িয়ে এনেছে, সেইসকল শিক্ষকদের আমরা ভিসি হিসেবে চাই। আমরা বাইরের কাউকে আমাদের ভিসি হিসেবে চাই না। আর যদি তা হয় তাহলে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষনা করবো। আমরা আমাদের ক্যাম্পাসের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চাই।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে