শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শিবির সভাপতির মায়ের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ১২:৩৫
শিবির সভাপতির মায়ের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল জানাযার ইমামতি করেন।

আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ঈদগাহ ময়দানে এটি অনুষ্ঠিত হয়। এরপর অ্যাম্বুলেন্সে যোগে তাঁর নিজ এলাকা নাটোরের বড়াইগ্রামের শিবপুরে নিয়ে যাওয়া হয়। নাটোর শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিকেল সাড়ে ৪টায় তাঁর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে কবরস্থ করা হবে।

জানাজায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এবং ঢাকা মহানগর সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে