শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

১৩ বছর পর আজ প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন

যাযাদি ডেস্ক
  ৩০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪১
আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯
১৩ বছর পর আজ প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন
ছবি-যায়যায়দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে কেন্দ্রীয় সদস্য সম্মেলন আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।

১৫ বছরের অধিক আওয়ামী দু:শাসন পরবর্তী এই প্রথম বারের মতো সোহরাওয়ার্দী উদ্যোনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সারাদেশের সদস্যরা এতে অংশগ্রহন করবেন। এই সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষনা করা হবে।

গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে সোহরাওয়াদী উদ্যান বর্ণিল সাজে সাজানো হয়েছে। সারাদেশের জনশক্তিদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে