মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হাবিপ্রবিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাবিপ্রবি প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
হাবিপ্রবিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের অসহায়, গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এনামউল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এমদাদুল হাসান ও সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।

শীতবস্ত্র বিতরণকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এনামউল্যা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই প্রায় দুই হাজার ছাত্রজনতার জীবনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তাদের শীত নিবারণ করতেই হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতেও তারা এরকম মানবিক কাজ করে যাবে। আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে শান্তি বজায় থাকে এবং সবাই মিলে মিশে শান্তিতে যেন থাকতে পারি।

হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, উষ্ণতার হাত বাড়িয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছি। ভবিষ্যতেও দেশ ও দেশের মানুষের জন্য আমরা কাজ করে যাবো।

হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ২০০ এর অধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে