মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাবিতে ২১ দিনব্যাপী বইমেলা শুরু

রাবি প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮
রাবিতে ২১ দিনব্যাপী বইমেলা শুরু
ছবি: যায়যায়দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২১ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে বইয়ের দোকান 'ওঙ্কার' এই মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

শনিবার দুপুর ১২ টার দিকে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক।

উদ্বোধন শেষে তিনি বলেন, মানুষের বুদ্ধিজাগতিক বিস্তারের জন্য বইয়ের কোন বিকল্প নেই। ওঙ্কার আজকে যে আয়োজনটি করেছে এটা প্রশংসার দাবিদার। এই মেলা অন্যদের বইপড়ার প্রতি উৎসাহিত করবে বলে আমি আশাবাদী। ওঙ্কারের জন্য শুভকামনা রইল। ওঙ্কার একদিন একটি বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিবে যদি পাঠকের ভালোবাসা পায়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত বই মেলায় ওঙ্কারের একটি বইয়ের স্টল বসেছে। উদ্বোধনের আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের মেলায় এসে ভীড় করতে শুরু করেন। মেলার স্টলটিতে স্থান পেয়েছে বাদশাহনামা, অপরাজিত, চাঁদের পাহাড়, শার্লক হোমস সমগ্র, কালপুরুষ, কাঠপেন্সিল, গৃহদাহ, শেষ মৃত পাখি, নারীদের একাত্তর, গ্রামের একাত্তর, বাংলায় বর্গি নামের বইসহ বিভিন্ন দেশি বিদেশী গল্প, উপন্যাসের বই। বইপ্রেমী শিক্ষার্থীরা এসব বই হাতে নিয়ে নিয়ে দেখছেন।

মেলায় ঘুরতে আসা দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিব বলেন, 'বিশ্ববিদ্যালয়ে বই মেলা হলে শিক্ষার্থীরা দেখতে আসে। বই পড়ে। এতে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রবণতা বাড়ে। রঞ্জু ভাই তার ব্যবসার পাশাপাশি এমন উদ্যোগ গ্রহণ করেছেন যা আমাদের আসলেই আমাদের জন্য আনন্দের।

মেলার আয়োজক এবং ওঙ্কারের কর্ণধার রমজান আলী রঞ্জু বলেন, বিশ্ববিদ্যালয়ে যে একটি বইয়ের দোকান আছে ছাত্রদের দাবি এটা আরো ছাত্ররা জানুক। এই কারণে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া। অনেকে বইমেলা করে তিন-সাত দিনের। আমি চিন্তা করলাম একুশের মাসে একুশ দিন মেলা করব। আজ মেলার উদ্বোধন হলো। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে