শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আ‘লীগ নিষিদ্ধের দাবিতে জাককানইবিতে বিক্ষোভ

জাককানইবি প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৫, ১৬:২৭
আ‘লীগ নিষিদ্ধের দাবিতে জাককানইবিতে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার মধ্যরাতের পোস্টের মাধ্যমে ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র ফাঁস করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পোস্টে তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া যাবে না। তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে একদল শিক্ষার্থী।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, “নতুন বাংলাদেশের জন্য আমরা ৩৬ দিন ধরে লড়াই করেছি। যারা প্রাণ দিয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সরকার যদি তাদের বিচার না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।”

তারা আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়া কোনো ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন হতে পারে না—এমন বক্তব্য ধোপে টেকে না। আমরা একচেটিয়া রাজনীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং আমরা তা করেই ছাড়ব।”

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর পোস্টে দাবি করা হয়, ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা চলছে, যেখানে শেখ হাসিনাকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে একটি নতুন দল তৈরির কৌশল নেওয়া হচ্ছে। ১১ মার্চ ক্যান্টনমেন্টে হাসনাত ও অন্যদের এই প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। তার পোস্টের মাধ্যমে তিনি জনগণের সমর্থন চান, যাতে এই পরিকল্পনা ব্যর্থ করা যায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে