সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

খুবিতে আয়োজিত হয়েছে ঘুড়ি উৎসব

খুবি প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২৫, ১৯:২৯
খুবিতে আয়োজিত হয়েছে ঘুড়ি উৎসব
ছবি: যায়যায়দিন

খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত হয়েছে ঘুড়ি উৎসব। প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজিত হয়েছে উৎসবটি। বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যেগে আয়োজনটি করা হয়। আজ ১৩ এপ্রিল (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ঘুড়ি উৎসব।

ঘুড়ি একটি আবেকের জিনিস। এটি আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায়, সেই ঘুড়ি নিয়ে যদি একটি উৎসব করা হয় তাহলে কেমন হয়? এমনই এক উৎসবের আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবছরও এই উৎসবটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পালিত হয়েছে। উৎসবে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও ছুটি আসে প্রণের ক্যাম্পাসে। কেউ কেউ আবার নিজের পরিবারকে সাথে নিয়ে এসেছে এমন সুন্দর উৎসব দেখার জন্য। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের মানুষেরা ছুটে আসে এই ঘুড়ি উৎসবে।

এই উৎসবে যেমন নানা রকমের দোকান পাট ছিলো তেমনি ছিলো নাগর দোলা। শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন ঘুড়ি নিয়ে আসে আকাশে উড়াতে। পাল্লা দিতে থাকে কার ঘুড়ি কত সুন্দর কারটা বেশি উপরে উঠেছে এসব নিয়ে। প্রত্যেকে প্রত্যেকের সাথে চলতে থাকে আনন্দ ভাগাভাগি। এমন উৎসব পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আনন্দিত, প্রত্যেক বছর এই উৎসব চলতে থাক এমনই চাই শিক্ষার্থীরা।

বিকাল থেকে চলতে থাকা ঘুড়ি উৎসবটি শেষ হয় সন্ধায়, শিক্ষার্থী ও সাধারন মানুষেরা এমন দিন উপভোগ করে খুবই আনন্দিত।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে