চার মাস পর দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন মুন্না, আরিয়ান আরিফ, জিসান খান, রাসেল হোসেন, শরিফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, "দেশনায়িকা খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, সঙ্গে আছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। জিয়া পরিবার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। এ দেশের উন্নয়নে তাঁদের বিকল্প নেই।"