নিজস্ব ব্যবস্থাপনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯.৩০ টা থেকে থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত তিনটি শিফটে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে 'বি' ইউনিটের (সিএসই, ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫ টা থেকে ৫.৩০ পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ড্রইং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
'বি' ইউনিটে ৭৪০ টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ২৯৩ জন এবং আজকের পরীক্ষায় উপস্থিতি শতকরা প্রায় ৭২ ভাগ।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
উপস্থিতির বিষয়ে ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমার কাছে উপস্থিতি কম মনে হয় না। আশানুরূপ উপস্থিতি পেয়েছি। যেহেতু আজকে ইঞ্জিনিয়ারিং আর বিজ্ঞান অনুষদ গুলোর পরীক্ষা ছিল ওপর দিকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলোর পরীক্ষা ও রেজাল্ট হয়ে গেছে আগেই। তাই যারা চান্স পেয়ে গেছে তারা আসবে না স্বাভাবিক সে অনুযায়ী উপস্থিতি যথেষ্ট ভালো।
উল্লেখ, আগামীকাল ০৭ মে ২০২৫ বুধবার 'সি' (বিজনেস স্টাডিজ) এবং 'ডি' (সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।