সড়ক দুর্ঘটনায় আহত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তিচ্ছু শিক্ষার্থী হামজালা-কে দেখতে গেলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে তিনি আহত হামজালাকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং হামজালার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। দিনাজপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা. এস কে সাদেক আলী, হাসপাতাল পরিচালক, আইসিইউ, অর্থোপেডিক এবং নিউরো বিভাগের প্রধানসহ অন্যান্য কর্তব্যরত চিকিৎসকগণ আইসিইউতে চিকিৎসারত শিক্ষার্থীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
ভিসি মহোদয় চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় ভিসি ও ট্রেজারার শিক্ষার্থীর চাচা এবং ভাইয়ের সাথে চিকিৎসা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থাপনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়।
পরিশেষে, ভিসি মহোদয় হামজালা’র নিকট আত্মীয় এবং শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করার জন্য আহবান করেন। এছাড়া তিনি সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, হাবিপ্রবি’র ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. হামজালা সরকার গত ৫ মে ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।