পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি লাহোর কালান্দার্স। লাহোরের স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তবে ফাইনালের একাদশে জায়গা পেয়েছেন একমাত্র রিশাদ হোসেন।
সাকিব টুর্নামেন্টে যোগ দিয়ে তিন ম্যাচ খেলে বল কিছুটা আশা দেখালেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ফাইনালে তার জায়গায় লাহোর সিকান্দার রাজাকে একাদশে রেখেছে। তিনি ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের আন্তর্জাতিক টেস্ট খেলেই পাকিস্তানের বিমান ধরে লাহোরের ক্যাম্পে যোগ দিয়েছেন। মিরাজ লাহোর কালান্দার্সে যোগ দিলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।
পিএসএলের সফলতম দল লাহোর কালান্দার্স। গত চার বছরে এটা লাহোরের তৃতীয় ফাইনাল। আগের দুই ফাইনালে শিরোপাও ঘরে তুলেছিল লাহোর। এবার চ্যাম্পিয়ন হলে পিএসএলে শিরোপার হ্যাটট্রিক হবে তাদের।
লাহোরের একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈন, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আসিফ আলী, সিকান্দার রাজা, শাহিন আফ্রিদি, রিশাদ হোসেন, সালমান মির্জা ও হারিস রউফ।
কোয়েটার একাদশ: সূদ শাকিল, আবরার আহমেদ, হাসান নওয়াজ, দিনেশ চান্ডিমাল, আভিস্কা ফার্নান্দো, রাইলি রুশো, মোহাম্মদ আমির, খুররাম শাহজাদ, ফাহিম আশরাফ, উসমান তারেক, ফিন অ্যালেন।