সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্রেঞ্চ ওপেনে শুভ সূচনা সাবালেঙ্কার

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৫, ২১:২৪
ফ্রেঞ্চ ওপেনে শুভ সূচনা সাবালেঙ্কার
 বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা

শুরুতে যে দাপট দেখালেন আরিনা সাবালেঙ্কা, তাতে এবারের ফ্রেঞ্চ ওপেনে তাকে ফেভারিট মনে করা বাড়াবাড়ি হবে না। আজ রোববার (২৫ মে) বিশ্বের এক নম্বর র‌্যাংকিংধারী মাত্র এক গেম হেরেছেন। প্যারিসে মাত্র এক ঘণ্টা লড়ে রাশিয়ান কামিলা রাখিমোভাকে হারালেন তিনি।

ম্যাচ যতই গড়িয়েছে, ততই দাপট বেড়েছে সাবালেঙ্কার। এই বেলারুশিয়ান টানা ৯ গেম জিতে ম্যাচ নিশ্চিত করেছেন। কোর্ট ফিলিপ্পে ছত্রিয়েতে প্রথম দিনের খেলায় পাঁচটি এইচ, ৩০টি উইনার্স ও প্রতিপক্ষের পাঁচটি সার্ভ ব্রেক করে আধিপত্য দেখান এই বেলারুশিয়ান।

1

তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী সাবালেঙ্কা কখনও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠেননি। তার সেরা পারফরম্যান্স ২০২৩ সালের সেমিফাইনাল।

এবার ২৭ বছর বয়সি সাবালেঙ্কা ফেভারিট হিসেবে শুরু করলেন। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে জেতা ঝেং কিনওয়েনের বিপক্ষে এবার কোয়ার্টার ফাইনালে ও তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিয়াতেকের সঙ্গে সেমিফাইনালে দেখা হতে পারে সাবালেঙ্কার।

দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের জিল টিয়েশমান কিংবা ইতালিয়ান কোয়ালিফায়ার লুকরেজিয়া স্তেফানিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে